E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ক্রাচে ভর করে নব-নির্বাচিত চেয়ারম্যান শাহীনের শুভেচ্ছা বিনিময়

২০২১ নভেম্বর ২৭ ১৭:২১:৪৭
ক্রাচে ভর করে নব-নির্বাচিত চেয়ারম্যান শাহীনের শুভেচ্ছা বিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ক্রাচে ভর করে জনগণের সাথে দেখা করেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন। ১১ নভেম্বর সালথা উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে খন্দকার সাইফুর রহমান শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বল্লভদি ইউনিয়নে ২২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই ক্রাচের ভর করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্যাসহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে খন্দকার শাহীন সাংবাদিকদের বলেন, আমার ইউনিয়নকে সংঘর্ষ, মাদক মুক্ত ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়তে চাই। এজন্য ইউনিয়নের সকল নাগরিকদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। জনগন আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি যেন তাদের সেই ভালবাসার মুল্যায়ন করতে পারি। আমার জীবনে আমি কখনো ঘুষ-দূর্নীতির সাথে জড়িত হই নাই। চেয়ারম্যান থাকাকালীন আমি কোন অপকর্মের সাথে জড়িত হবো না। ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

(এএনএইচ/এএস/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test