E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ১৯ নম্বর ওয়ার্ড একাদশ 

২০২১ নভেম্বর ২৪ ১৮:৫৪:২১
ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ১৯ নম্বর ওয়ার্ড একাদশ 

দিলীপ চন্দ, ফরিদপুর : পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ১৯ নং ওয়ার্ড। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ২ নং ওয়ার্ড।

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনাল খেলার দ্বিতীয় ২৪ মিনিটে ১৯ নং ওয়ার্ডের পক্ষে গোলটি করেন মিনার।

খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর ৪ আসনের সাংসদ জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি যুব সমাজকে নিয়মিত খেলাধুলা করার জন্য এবং এ টুর্নামেন্টের আয়োজন করার জন্য পৌর মেয়র অমিতাভ বোস কে ধন্যবাদ জানান।

তিনি বলেন, গত ১২ বছরে ফরিদপুরে ক্রীড়াঙ্গনের যে দুরবস্থা ছিল তা এখন কেটে উঠেছে। ফরিদপুরে আবারো খেলাধুলা সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে এই টুর্নামেন্টটি তার ই বাস্তব প্রমান।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা ফরিদপুর এসোসিয়েশন বিএফ এর সভাপতি শামীম হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২ নং ওয়ার্ডের হাসিফ এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ১৯ নং ওয়ার্ড দলের রতন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলা টি উপভোগ করে।

উল্লেখ করা যেতে পারে গত ১২ সেপ্টেম্বর হতে শহরে দুটি মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। এতে শেখ জামাল স্টেডিয়াম ছাড়া অপর টি ছিল ‌ কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন। গুরুত্বপূর্ণ ফাইনাল খেলাটি পরিচালনা করেন শামিমুর রহমান লাইন্সম্যান আজিবুর রহমান , মোস্তফা ফিরোজ চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।

(ডিসি/এসপি/নভেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test