E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আবারও নৌকা নিয়ে বিজয় মুকুট পড়তে চান বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম

২০২১ নভেম্বর ১০ ২৩:০৫:১৪
আবারও নৌকা নিয়ে বিজয় মুকুট পড়তে চান বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম। কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে এখনও তার কোন জুড়ি নেই, এমনটিই দাবী করেন, দলীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। ইতিমধ্যে ৫ বার তিনি পর্যায়ক্রমে সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন সাদাসিধে ভাবেই তার মত করে। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। ১৯৬৯ সাল থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হয়ে বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।

বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ আজিজুল ইসলাম, ১৯৭২ সালে রিলিফ চেয়ারম্যান মনোনীত হন। পরবর্তীতে ১৯৮৩ সালে প্রথমবার নির্বাচিত চেয়ারম্যান। ১৯৮৮ সালে দ্বিতীয়বার, ২০০৩ সালে তৃতীয় বার, ২০১১ সালে চতুর্থ ২০১৬ সালে পঞ্চমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। জনপ্রতিনিধি হয়ে ২০১৪ সালে নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত এবং ২০১৫ সালে কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে মহান বিজয় দিবস উপলক্ষে পান সম্মাননা স্মারক।

এছাড়া একই বছর মুক্তিযোদ্ধা কমান্ড থেকে সম্মাননা স্মারক দেয়া হয়। অপর দিকে ২০১৭ সালে নবাব সিরাজ উদ দৌলা স্বর্ণপদক, এমএজি উসমানী স্বর্ণপদক, হোসেন শহিদ সহোরাওয়ার্দি স্বর্ণপদ, দানবীর হাজী মোঃ মহসীন স্বর্ণপদক এবং ড. মোহাম্মদ শহিদুল্লাহ স্মৃতি এ্যাওয়ার্ড পান। এছাড়া ২০১৮ সালে মানবাধিকার শান্তিপদক, ওমর একুশে স্বর্ণপদক, বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা পদক দুটি, গ্রাম আদালত পরিচালনায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা স্মারক পান একই বছর। ২০১৯ সালে হিউমেন রাইডস সম্মাননা এ্যাওয়ার্ড প্রভার্টি এলিভিয়েশন এন্ড সোসাল ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড পান তিনি। ২০২০ সালে বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড ফাউন্ডেশন এ্যাওয়ার্ড পান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম।

এবারের নির্বাচনকে সামনে রেখে প্রবীন আওয়ামীলীগ নেতা বর্তমান সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম বলেন, জনগনের দাবীর প্রেক্ষিতেই এবার আমাকে নির্বাচনে যেতে হচ্ছে। হয়তবা এটিই হবে জীবনের শেষ নির্বাচন। আমি সকলের কাছে স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা ও জনগণের প্রতীক নৌকা মার্কা চাই এবং নৌকা মার্কা পেলে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানাই।

(বিএস/এসপি/নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test