E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধান ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া শিশুটি এখন হাসপাতালে

২০২১ নভেম্বর ০৮ ১৬:৫১:০৫
ধান ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া শিশুটি এখন হাসপাতালে

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের আদমপুর এলাকায় খান এন্ড পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ধান ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক ছেলে শিশুটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বীর মুক্তিযোদ্ধা কেবিনে পুলিশী প্রহরায় মা শিশু চিকিৎসকের পরিচর্র্যায় রয়েছে শিশুটি।

রবিবার নবজাক এই শিশুটিকে ধান ক্ষেত থেকে উদ্ধারের পর উৎসুক জনতার ভীড় জমে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের লোকদের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পা ডা. এবাদুর রহমান জানান, শিশুটি আমাদের উপযুক্ত মেডিকেল অফিসার, নার্স এবং আউট সোর্সিং এ কর্মরত মোমেনা খাতুনের কোলে সুষ্ঠু পরিচর্যায় রয়েছে। শিশুটি এখন পুরোপুরি সুস্থ। আমাদের দায়িত্ব মা বাবা হারা অনাথ এই শিশুটির সঠিক যতœ নেয়া এবং সুস্থ রাখা। এ দায়িত্ব আমরা শতভাগ পালন করে যাচ্ছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান জানান, কুড়িয়ে পাওয়া শিশুটির জন্য যা যা করা দরকার তা সবই আমরা করছি। তিনি বলেন, মা বাবা হারা অনাথ শিশুটির বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তার পরিচর্যার জন্য যেসব খাদ্য ও উপহার সামগ্রী দরকার তার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তা দেয়া হচ্ছে। তাছাড়া এই শিশুটির ভবিষ্যতে লালন পালনের জন্য উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে নিয়ম মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, এই বোর্ডের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। যারা দত্তক নিতে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে উপযুক্ত দম্পত্তির কাছে আজ কালের মধ্যেই হস্তান্তর করা হবে। বোর্ডের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার সবকিছু সমন্বয় করেই এ সিদ্ধান্ত দেবেন।

সমাজ সেবা কর্মকর্তা আরো বলেন, কুড়িয়ে পাওয়া এই শিশুটির নাম ‘জয়’ রাখার জন্য আমার প্রস্তাব থাকবে। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জনৈক মৌলানা ওই শিশুটির নাম রেখেছেন আশরাফুল ইসলাম। কে হবেন এখন এই শিশুটির ভবিষ্যত মা বাবা তা জানার জন্য অধির আগ্রহে আছেন সবাই।

(এসবি/এসপি/নভেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test