E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালি যুদ্ধ দিবস পালিত

২০২১ নভেম্বর ০৩ ১৮:৪২:৫৩
হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালি যুদ্ধ দিবস পালিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার গারো পাহাড়ের পাদদেশ ঘেঁষা সবুজ-শ্যামল ছায়া দ্বারা পরিবেষ্টিত যার পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য তারঐ সন্নিকটে ভুবনকূড়া ইউনিয়নের তেলিখালী গ্রামে ৩ নভেম্বার ঐতিহাসিক তেলিখালী যুদ্ধদিবস পালিত হয়েছে।

জানা যায়, প্রায় ৫০ বছর পূর্বে ঐতিহাসিক তেলিখালী প্রান্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে উঠেছিল। বাংলার সাহসী দামাল ছেলেরা তৎকালীন সময়ে জীবন বাজি রেখে মরণপণ সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জয় করেছিল ঐতিহাসিক তেলিখালী। সেদিন পতন হয়েছিল পাকহানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি। বিজয়ের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বিজয়ের পথ সূচিত হয়েছিল। আর এ অগ্রযাত্রায় বুকের তাঁজা রক্ত দিয়ে আত্মত্যাগ করেছিলো মুক্তিযোদ্ধাসহ অন্যান্য বাহিনীর গর্বিত সন্তানরা। সেদিন ২ প্লাটুন পাক হানাদার বাহিনী ধ্বংস হয়েছিল। ৭১’র ৩ নভেম্বর তেলিখালী সীমান্ত এলাকায় হানাদার বাহিনীর শক্তিশালী দুর্গ সেদিন ভয়ংকর মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। ভারতের মেঘালয় রাজ্যের তুরা সাব-সেক্টরের বিপরীতে তেলিখালীর তদানীন্তন ই পি আর ক্যাম্পে পাক বাহিনীর ৩৩ পাঞ্জাব রেজিঃমেন্টের ২ প্লাটুন সেনা, ভারী অস্ত্র ও ১ প্লাটুন রাজাকার-আলবদর বাহিনী মোতায়েন করে শক্তিশালী ঘাটি গড়েছিল।

মুক্তিবাহিনীর অভিযানের সামনে এটিই ছিল একমাত্র বাঁধা। বাধা ডিঙ্গিয়ে সিদ্ধান্ত হয় পাক হানাদার বাহিনীর তেলিখালী ক্যাম্প দখল করা। আর সেই ঐতিহাসিক তেলিখালী রণাঙ্গনে শহীদ হয়েছিল ৭ বীরমুক্তিযোদ্ধা। তারা হলেন সরিষাবাড়ির শওকত আলী,হালুয়াঘাটের মোঃ আক্তার হোসেন, ফুলপুরের মোঃ হযরত আলী, ময়মনসিংহ সদরের মোঃ আলাউদ্দিন, মোঃ শাহজাহান, শ্রী রঞ্জিত গুপ্ত, নোয়াখালীর সিপাহী মোঃ ওয়াজি উল্লাাহসহ নাম না জানা আরো অনেকেই। তাই প্রতি বৎসরের ন্যয় দিনটিকে স্মরণীয় রাখার জন্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন উপজেলা প্রশাসন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধদিবস উদযাপন করা হয়। ঐতিহাসিক তেলিখালী যুদ্ধে বীর শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজ, ঐতিহাসিক তেলিখালী দিবসের তাৎপর্য শীর্ষক স্মৃতিচারণ সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উপজেলার আচকিপাড়া শহীদ স্মৃতি আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম’র সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুদ্ধ দিবস পালন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান ’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, ময়মনসিংহ জেলা ইউনিট এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুর ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধ আব্দুর রাজ্জাক, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ,শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে হালুয়াঘাট উপজেলার প্রতান্ত অঞ্চলে এই “তেলিখালী” মহান স্বাধীনতা যুদ্ধের এক ঐতিহাসিক রণাঙ্গণ। ১৯৭১সালের এই দিনে তেলিখালী রণাঙ্গণ হয়ে উঠেছিল। মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের বিজয়ের পথে অগ্রযাত্রার এক পদক্ষেপ সূচিত হয়েছিল।

(জেসিজি/এসপি/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test