E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে বর্গাচাষির হামলায় এক ব্যক্তি নিহত

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১১:৩৯:৪৯
মহম্মদপুরে বর্গাচাষির হামলায় এক ব্যক্তি নিহত

মাগুরা প্রতিনিধি:বর্গাচাষ সংক্রান্ত বিরোধের জের ধরে পংকজ বসু (৫২) নামে হিন্দু সম্প্রদায়ের এক নেতাকে কুপিয়ে খুন করেছে তারই জমির বর্গা চাষি ও তার সহযোগিরা
ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নারানপুর গ্রামে  ।




বিনোদপুর গ্রামের বাসিন্দা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের মহম্মদপুর উপজেলার সভাপতি ডা. রবিন বিশ্বাস জানান- মহম্মদপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য পংকজ বসুর জমি বর্গা চাষ করতেন একই গ্রামের নারানপুর গ্রামের আক্কাস মিয়া। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই জমির মালিকানা ভাগের ফসল দিতে আক্কাস টালবাহানা করছিল। এ নিয়ে আজ বিকালে আখের ক্ষেতে পংকজ বসুর সাথে আক্কাসের কথা কাটাকাটি হয়। বিষয়টি মিমাংসার জন্য পংকজ বসু গ্রাম্য মাতব্বর সাইদের কাছে নালিশ দেন। এ নালিশ দেয়ার জের ধরে আজ রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় একই গ্রামের মধ্যপাড়া জামে মসজিদের পাশে পংকজ বসুকে কুপিয়ে মারাত্মক জখম করে বর্গা চাষি আক্কাস ও তার সহযোগি আশিকুল, সাইফুলসহ ৭/৮জন দুর্বৃত্ত। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। তিনি এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেন।

নিহতের চিকিৎসার জন্য তার সাথে থাকা প্রতিবেশী দীপক ঠাকুর মোবাইলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান উত্তরাধিকারনিউজকে জানান- তার মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। দুর্বৃত্তদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(ডিসি/এসসি,সেপ্টেম্বর১৪,২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test