E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে রিক্সা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

২০১৪ সেপ্টেম্বর ১১ ১৫:২৮:০৭
রাজবাড়ীতে রিক্সা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি : ব্যাটারীচালিত রিক্সার লাইসেন্স বন্ধ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।

সকাল ১০টায় শ্রমিকরা স্থানীয় আযাদী ময়দানে এক সমাবেশে মিলিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ইউনিয়নের আহ্বায়ক আ. ওহাব সরদার ও সদস্য সচিব হাতেম সরদার স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করে। শত শত শ্রমিক এ কর্মসূচীতে যোদ দেয়।

শ্রমিকরা বলেন, নদী ভাঙন কবলিত মানুষ সহায় সম্বল হারিয়ে বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোন কোন ক্ষেত্রে বসত ঘর বিক্রি করে ব্যাটারীচালিত রিক্সা ক্রয় করেছে। এটাই তাদের জীবন ও জীবিকার একমাত্র পথ। সম্প্রতি রাজবাড়ী পৌরসভা ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। যদি তাই হয় তাহলে অসহায় এই গরীব মানুষগুলো পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়বে। সেই সাথে শহরে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধও বেড়ে যেত পারে।

(এসএসসি/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test