E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে দু’দিন ব্যাপী বিতর্ক উৎসব শুরু

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৬:০৫:৩০
রাজবাড়ীতে দু’দিন ব্যাপী বিতর্ক উৎসব শুরু

রাজবাড়ী প্রতিনিধি : ‘ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে’ স্লোগানকে সামনে রেখে মুক্তবুদ্ধি সম্পন্ন মেধাদীপ্ত সত্যসন্ধানী ও ক্ষুরধার যুক্তি প্রয়োগে নব প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদিন ব্যাপী বিতর্ক উৎসব ও মেধা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উৎসব ও প্রতিযোগিার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী।

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মিজবাউল করিম রিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, প্রফেসর মতিয়র রহমান, অ্যড. শফিকুল আযম মামুন, ফারুক উদ্দিন, ইকরাম হোসেন, দেবাংশু ঘোষ প্রমুখ। এ প্রতিযোগিতায় জেলার ৮টি প্রাথমিক ও ১২টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করছে।

(এসএসসি/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test