E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

২০২১ জুলাই ০৩ ২০:৩৭:৩২
সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ২০ কেজি হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করেছে। শনিবার ভোরে গহীন সুন্দরবনের ধলের খালের মুখ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দা, টর্চ লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতের নাম জব্বার গাজী (৩৩)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে।

বনবিভাগ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা ভোর রাতে গহীন সুন্দবনের ধলে খালের মুখে অভিযান পরিচালনা করেন। এ সময়ে সেখান থেকে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী জব্বারকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে এ সময় একটি দা, টর্চ লাইটসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শিকারীর বিরুদ্ধ বনআইনে মামলা দিয়ে হরিণের মাংশসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

(আরকে/এএস/জুলাই ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test