E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৬:২৯:০৬
মহম্মদপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার চরবড়রিয়া গ্রামে সোমবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মহম্মদপুরের বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ওহিদুর রহমান আজ মঙ্গলবার দুপুরে উত্তরাধিকার নিউজকে জানান, ‘ রাত তিনটার দিকে ১০/১২ জনের অস্ত্রধারী ডাকাতদল তাদের বাড়িতে গিয়ে নিজেদেরকে পুলিশের লোক হিসেবে পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ পরিচয় দানকারি ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়। এ সময় ওই পরিবারের সদস্যরা চিৎকার করলে ডাকাতরা বোমা বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।’ তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি শেখ মতিয়ার রহমান বলেন, ‘এ ধরণের কোন ঘটনার অভিযোগ এখনো আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ডিসি/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test