E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় এক বেকারি মালিককে জেল ও জরিমানা

২০১৪ সেপ্টেম্বর ০১ ১৯:০৩:৪৪
মাগুরায় এক বেকারি মালিককে জেল ও জরিমানা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি, খাবারে ক্ষতিকর রাসায়নিক মিশ্রণ ও সরকারি অনুমোদন না নিয়ে বেকারী সামগ্রী বাজারজাত করণের দায়ে সোমবার দুপুরে এক বেকারি মালিককে ১৫হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম শহরের শান্তিবাগ এলাকায় বন্যা বেকারি নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় ওই বেকারিতে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে পরিবেশে, খোলা জায়গায় মশামাছির মধ্যেই খাবারগুলি খোলা পড়ে থাকতে দেখেন আদালত। খাবার তৈরির নতুন সরঞ্জামের সাথে বাজার থেকে ফেরত আসা পচা বাসি খাবারসহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এ্যামোনিয়া মিশ্রণ করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া কারখানাটির পরিচালনার সরকারি অনুমতির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এর মালিক। এসব অপরাধে ওই কারখানার মালিক নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম করাদণ্ড অনাদায়ে আরো ১ মাসের করাদণ্ড দেন আদালত। দুপুর ২টায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test