E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে বাড়ির পথ আটকে দেওয়ার প্রতিবাদ করায় বড় ভাই ভাবীর উপর হামলার অভিযোগ

২০২১ মে ২৯ ১৮:৫৫:২৮
ফরিদপুরে বাড়ির পথ আটকে দেওয়ার প্রতিবাদ করায় বড় ভাই ভাবীর উপর হামলার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বাড়ির পথ আটকে দেওয়ার প্রতিবাদ করায় বড় ভাই ভাবীর উপর হামলার অভিযোগ উঠেছে। উল্টো ছোট ভাইয়ের মামলায় বড় ভাই হাজতে।

বড় ভাইয়ের বাড়ি হতে বের হওয়ার পথ আটকে দিয়েছে ছোট ভাই, সেই রাস্তা খুলে দেওয়ার দাবী করলে কথা কাটাটির এক পর্যায়ে কোলে পিঠে মানুষ করা বড় ভাইয়ের ২০ বছরের সেই আদরের ছোট ভাই ও তার স্ত্রীর দ্বারা হামলার স্বীকার হয়েছেন বড়ভাই ও ভাবী। ছোট ভাইয়ের মামলায় বড় ভাই এখন জেল হাজতে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রামে।

এ ব্যাপারে বড় ভাই হাজতে থাকায় তাহার শ্যালক শহিদুল ইসলাম ছোট ভাই ফারুখ শিকদার, তার স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জিনাস শিকদারকে আসামী করে ২৬-৫-২১ ইং তারিখে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, সাদিপুর গ্রামের মৃত খালেক শিকদারের তিন পুত্র সাদিপুর ব্রিজ সংলগ্ন পৈত্রিক ভিটায় রাস্তার সাথে মেজো ছেলে বেলায়েত শিকদার, মাজে ছোট ছেলে ফারুখ শিকদার, ছোট ভাইদের রাস্তার দিকে দিয়ে পিছনে বাড়ি করলেন খালেক শিকদারের বড় ছেলে ফাত্তাহ শিকদার। রাস্তা থেকে বড় ছেলে ফাত্তার বাড়ি পযর্ন্ত একটি পারিবারিক রাস্তা রয়েছে। যে পথ দিয়ে তিন ভাই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসা যাওয়া করে। কিছুদিন আগে ছোট ভাই ফারুখ শিকদার যিনি মাঝখানে বসবাস করে, তিনি পারিবারিক রাস্তা আটকিয়ে একটি বিল্ডিং নির্মান করেছেন এতে বড় ভাই ফাত্তাহ শিকদারের বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এবিষয়ে স্থানীয় ভাবে কয়েকটি শালিশ বৈঠক হলও ছোট ভাই ফারুখ শিকদার ওখান দিয়ে বড় ভাইকে বের হওয়ার রাস্তা দিবে না।

গত ২২ মে দুপুরে ফাত্তাহ শিকদারের কয়েকজন মেহমান আসে বেড়াতে। মেহমানরা পূর্বের আটকানো রাস্তা দিযে ডুকে পরলে ফাত্তার স্ত্রী সাহেদা বেগম এগিয়ে এসে আটাকানো রাস্তা পরিস্কার করার চেষ্টা করলে, ছোট ভাইয়ের স্ত্রী জিয়াসমিন আক্তার তাদের গালি-গালাজ করে। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাত্তাহ শিকদার এগিয়ে এলে ছোট ভাই ফারুখ শিকদার, তার স্ত্রী ও ছেলে ফাত্তাহ শিকদারের উপর হামলা করে মারাত্মক ভাবে আহত করে, এসময় ফাত্তার স্ত্রী সাহেদা বেগম তার স্বামীকে রক্ষায় এগিয়ে এলে আসামীরা তার উপর হামলা করে তার হাতে আঘাত করলে তিনিও রক্তাক্ত জখম হন। এদিকে মারামারির খবর পেয়ে ফাত্তাহ শিকদারের মেঝো ভাই মোঃ বেলায়েত হোসেন শিকদার মটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের ফেরাতে থাকে, আসামীগন তাকেও কিলঘুষি মারে এবং তার মটর সাইকেল আঘাত করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

এ সময় মামলার স্বাক্ষী সামচুর নাহার ও লুৎফর এগিয়ে এসে গুরুতর আহত ফাত্তাহ ও তার স্ত্রীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ফাত্তার স্ত্রী সাহেদা বেগম এই প্রতিবেদককে জানান, আমাদের বাড়ি থেকে বের হওয়ার পারিবারিক রাস্তাটি আটকে দিছে আমার দেবর। কয়েকদিন আগে আমার বাড়িতে মেহমান আসে, আমি তাদের পুরানো পথ দিয়ে আনতে গেলে আমার দেবরের বউ আমাকে গালিগালাজ করেন, আমার স্বামী এগিয়ে এলে তাকেসহ আমাকে মেরে গুরতর আহত করে, আমার হাত ভেঙ্গে দিয়েছে। তিনি জানান, আমার দেবর জজ কোর্টে চাকরীর সুবাদে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে, আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। আমরা এর সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত ফারুখ শিকদারের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পন্ন মিথ্যা। তারাই আমার উপর হামলা করছে এবং আমার ছেলেকে মেরে আহত করছে।

(ডিসি/এসপি/মে ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test