E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট ফরিদপুর জেলা থানা পৌর কমিটির অভিষেক 

২০২১ মে ২৯ ১৮:৫০:৪১
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট ফরিদপুর জেলা থানা পৌর কমিটির অভিষেক 

ফরিদপুর প্রতিনিধি : ২৮ই মে রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শ্রী মদনগোপাল বিগ্রহ স্টেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ফরিদপুর জেলা শাখা যুব-ছাত্র ও কোতোয়ালি ছাত্র-যুব ওপৌর মহাজোটের সংবর্ধনা ও শুভ অভিষেক অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাত কুমার বিশ্বাস যুগ্ম -আহবায়ক সাংবাদিক দিলীপ কুমার চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা হিন্দু ছাত্র মহাজোটের নবনির্বাচিত সভাপতি কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক আকাশ সরকার ও ছাত্র মহাজোটের সদস্যবৃন্দ, ফরিদপুর জেলা হিন্দু যুব মহাজোট আহবায়ক সূর্য রাজপুত প্রণব, যুগ্ন-আহবায়ক সুজয় পোদ্দার ও সম্মানিত সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন সদর, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনকে গতিশীল করতে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন এবং হিন্দু অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সর্বশেষ মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(ডিসি/এসপি/মে ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test