E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

২০২১ মে ২৯ ১৫:০৭:৫২
সালথায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় সালথা সরকারী কলেজ মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।

উদ্বোধণে সোনাপুর ইউনিয়ন বনাম রামকান্তপুর ইউনিয়নের মধ্যেকার খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় ৮টি দল অংশ নিবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান প্রমূখ।

(ওএস/এসপি/মে ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test