E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে পদ্মা নদীতে তীব্র ভাঙন, হুমকির মুখে গোল ডাঙ্গী ব্রিজ

২০২১ মে ২৭ ২৩:৩৬:৩৩
ফরিদপুরে পদ্মা নদীতে তীব্র ভাঙন, হুমকির মুখে গোল ডাঙ্গী ব্রিজ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ুম উদ্দিন মাতুব্বর ডাঙ্গী ও সলিম বিশ্বাসের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে তীব্র  ভাঙ্গন শুরু হয়েছে। শহর রক্ষা বাধ ও গোল ডাঙ্গী ব্রিজ সংলগ্ন পদ্মা নদীর তীর  এক রাতে প্রায় ৪০০ মিটার অংশ ভেঙ্গে গেছে। এর মধ্যে ২০০ মিটার অংশ ভয়াবহ অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে অবগত হওয়া গেছে। 

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে ঘুণিঝর ইয়াসের প্রভাবে পদ্মা নদীর পানি তীর ফুসে উঠে। মাঝ রাতে ভাঙ্গতে থাকে নদী পাড়। শহর রক্ষা বাধ ও গোল ডাঙ্গী ব্রিজ থেকে ভাঙ্গনের দুরত্ব ৩০/৪০ ফুটের মত। ভাঙ্গনের কারনে নর্থচ্যানেলের দুটি গ্রাম ও সংলগ্ন ডিগ্রির চর ইউনিয়নের বাসিন্দারা আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছে। সকালে খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মুস্তাক, ডিক্রির চরের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির, ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু ফকির সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক জরুরী ভাবে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ মুঠো ফোনে জানান, ঘুর্ণিঝরের প্রভাবে পদ্মা অস্বাভাবিক স্রোতে বইছে যার কারনে ভাঙ্গন শুরু হয়েছে। আমরা পর্যবেক্ষণ করে ২০০ মিটার অংশ প্রাথমিক ভাবে জিও ব্যাগ ডাম্পিং ও প্লেসিং এর মাধ্যমে আপতত ভাঙ্গন প্রতিরোধ করবো পরবর্তীতে শুস্ক মৌসুমে স্থায়ী বাধ নির্মাণের কাজ হাতে নিবো।

সোলিম বিশ্বাসের ডাঙ্গী এলাকার বাসিন্দা নুরুদ্দিন বিশ্বাস (৭৫) বলেন, গাং কয়েকদিনের মধ্যেই গিলা খাইলো গ্রামের অর্ধেক। রাতে যেখানে দাড়িয়ে কথা বলছি সকালে উঠে দেখি পানি আর পানি। বাধের খুব কাছে আর ব্রিজের ৩০ ফুট দুরে ভাঙ্গন চলে এসেছে পদ্মার মাঝ খানে বিশাল ডুবোচর রয়েছে। তা কেটে দিলে এতো ক্ষতি করতো না।

এলাকার আরেক বাসিন্দা আক্ষেপ করে বলেন, কিছুদিন আগে নদী গবেষণা বাঁশের বানা দিয়ে ভাঙ্গন ঠেকাবার চেষ্টা করেছে এতে আরও ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েয়ে বাঁশের বানার ফাকে।

এ বিষয়ে পাওবোর এক উর্দ্ধতন কর্মকর্তা বলেন, ব্যাপারটি নিয়ে আমাদের সাথে কোন আলোচনা ছাড়াই করেছে তারপরও বিষয়টি যখন উঠেছে খোঁজ খবর নিয়ে আলাপ করে দেখবো।

(ওএস/এসপি/মে ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test