E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে অটো চালক বাবুল হত্যায় গ্রেফতার দুই 

২০২১ মে ২৪ ১৯:০৫:১৬
ফরিদপুরে অটো চালক বাবুল হত্যায় গ্রেফতার দুই 

দিলীপ চন্দ, ফরিদপুর : গত ২২ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় দেলোয়ার হোসেন তার ভাই বাবুল হোসেন মোল্যাকে পাওয়া যাচ্ছে না মর্মে একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয় ২১ মার্চ সন্ধ্যা ৬.২০ মিনিটের দিকে সবুজ রং এর অটো বাইক নিয়ে চার জন অজ্ঞাত নানা যাত্রিকে তুলে ফরিদপুর শহরের উদ্দেশ্যে রওনা হয়ে রাতে আর ফিরে আসেন নি। তার ব্যবহৃত মুঠো ফোনটি বন্ধ রয়েছে। 

২৩ মার্চ ফরিদপুর ডিবি পুলিশের কাছে খবর আসে কোতয়ালী থানার হঠাৎ বাজার কাচারি ট্যাক বেরি বাঁধের রাস্তার পাশে ২৫/৩০ বছরের আগুনে পোড়া এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে আছে। পরবর্তীতে নিখোজের পরিবার এই লাশ সনাক্ত করে। এ সংক্রান্ত একটি মামলা রুজু হয় কোতয়ালী থানায়। এ বিষয় খতিয়ে দেখতে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম (সেবা) এর নির্দেশে তদন্ত ভার পান এস.আই মোঃ দেলোয়ার। পরবর্তীতে গোয়েন্দা শাখার তৎপরতায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার ও ওসি ডিবি সুনীল কুমার কর্মকার এর তথ্যাবধায়নে তদন্ত কর্মকর্তা এস আই মোঃ শামীম হাসানসহ ডিবি পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ঘটনায় জড়িত দুই অপরাধী মোঃ শহীদ শেখ (৩৫), রাব্বি ব্যাপারি (২০) কে আটক করে গত ২১শে মে।

পুলিশের জিজ্ঞাসা বাদে আটক দুই অপরাধী জানায়, ঘটনার দুই মাস পূর্বে তাদের সহযোগি নজরুল ডিসিস্ট কে মারার ও অটো ছিনতাই করার পরিকল্পনা করে। ঘটনার দিন নজরুল মুঠো ফোনের মাধ্যমে বাবুল হোসেন মোল্যাকে ভাঙ্গা থানাধীন পুকুরিয়া বাজারে আসতে বলে। উপরোক্ত তিন জন ঐ দিন রাত্রি ৮টার সময় পুকুরিয়া বাজারে একত্রিত হয় পরবর্তীতে তারা সদরপুর আট রশি হয়ে ফরিদপুর সি এন্ড বি ঘাটে রাত্রি ১.৩০ টার দিকে পৌঁছে বেরি বাধে একটি দোকানে নাস্তা করে। এরপর তারা সুযোগ বুঝে অটোটি নিয়ে হাঠাৎ বাজারের দিকে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটো চালক বাবুল মোল্যাকে গলায় রশি পেচিয়ে তিন জনে হত্যা করে। লাশ বিক্রিত করে দিতে এক জাতীয় পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পুরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ভিন্ন খাতে নিতে নিহত অটো চালকের দুই আত্মিয়োর মুঠো ফোনে মেসেজ পাঠায়। ১ সপ্তাহ পর ছিনতাইকৃত অটোটি সাতান্ন হাজার টাকায় বিক্রি করে দেয়। এ বিষয়ে আসামী শহীদুল বিজ্ঞ আদালতে দোসস্বীকারক্তিমূলক জবান বন্দি প্রদান করেছেন। ২৩ মে রাজবাড়ী জেলার গোয়ালন্দ হামিদের হাট এলাকা থেকে ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করে পুলিশ। পলাতক অপরাধী নজরুলকে গ্রেফতারের অভিযান চলছে বলে পুলিশ সূত্র জানায়।

(ডিসি/এসপি/মে ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test