E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে মানববন্ধন

২০২১ মে ১৮ ১৩:৫৭:৩৬
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

জেলা শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন আয়োজিত মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো’র জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির তৈরী করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় আটকে রেখে তাকে শারিরীক, মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমুলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে দেন বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহ সভাপতি কুলেন্দু শেখর দাশ,সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, খেলাঘর সাধারণ সম্পাদক রাজু আহমদ, সমাজকর্মী নাসিম চৌধুরী প্রমুখ।,

(এইচ/এসপি/মে ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test