E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রৌমারী-ঢাকা সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

২০১৪ আগস্ট ৩১ ১৭:৩১:৩২
রৌমারী-ঢাকা সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বন্যার তোড়ে রৌমারী-ঢাকা সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে রৌমারী-ঢাকা যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়রা বাঁশ ও গাছ দিয়ে ভাঙন প্রতিরোধ করতে চাইলেও তা ব্যর্থ হচ্ছে।

দীর্ঘ ১২ ঘন্টা অতিবাহিত হলেও প্রশাসনিকভাবে পথচারি ও যানবাহন চলাচলের কোন ব্যবস্থা নেয়া হয়নি। লোকজন তীব্র স্রোতে ডিঙ্গি নৌকা দিয়ে জীবনের ঝুকি নিয়ে পাড়াপাড় হচ্ছে। রোববার ভোরে শিবের ডাঙ্গী নামক স্থানে ইদুরের গর্ত থেকে এ ভাঙনের সুত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। আশপাশের ঘরবাড়ি সরিয়ে নেয়া হয়েছে। উপজেলা চেয়রম্যান মজিবুর রহমান বঙ্গবাসি, উভয় উপজেলার ইউএনও আব্দুল লতিফ খান ও ইউপি চেয়ারম্যান সরবেশ আলী জানান, অবিলম্বে বাঁশের সাঁকো নির্মাণ করে লোকজনের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

(আরআইএস/এএস/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test