E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে জিডি হওয়ায় প্রতিবাদ সভা

২০২১ মে ১২ ১৪:১৬:৩৭
জামালপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে জিডি হওয়ায় প্রতিবাদ সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য দৈনিক জাগরণের জামালপুর প্রতিনিধি শওকত জামান ও পূর্বপশ্চিম বিডির প্রতিনিধি মেহেদী হাসানের বিরুদ্ধে সদর থানায় জিডি হওয়ায় জামালপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভা করেন ক্লাবের নেতৃবৃন্দ।

জানা গেছে, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক স্ট্যাটাসকে কেন্দ্র করে এসকে সোহেল নামের এক সাংবাদিক ওই দুই সাংবাদিকের নামে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদ সভা করেন জামালপুর প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকরা।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, মোখলেছুর রহমান লিখন, কাফি পারভেজ, জাহাঙ্গীর সেলিম, আনোয়ার হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা। একই সাথে তারা জিডি তুলে নেওয়ারও আহবান জানান। প্রতিবাদ সভা শেষে এক দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

(আরআর/এসপি/মে ১২, ২০২১)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test