E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুনামগঞ্জ সীমান্তে পাথর বোঝাই দুটি ট্রাক জব্দ

২০২১ মে ০৬ ১৬:২৬:১৯
সুনামগঞ্জ সীমান্তে পাথর বোঝাই দুটি ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার : পাথর বোঝাই দুটি ট্রাক ও বালু বোঝাই তিনটি ষ্টীল বডি (ইঞ্জিন চালিক ট্রলার) নৌকা জব্দ কেেছ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল ট্রাক ও নৌকাগুলো জব্দ করেছে।

জব্দকৃত দুটি ট্রাক, তিনটি ষ্টিল বডি নৌকা ২৫০ ঘনফুট পাথর, ঘনফুট বালু সরকারি মুল্য প্রায় ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকা।

বৃৃহস্পতিবার বিকেলে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল তছলিম এহসান পিএসসি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্তনদী জাদুকাটা হতে অবৈধভাবে বালু পাথর উক্তোলন করে নিয়ে যাবার পথে লাউরগড় বিওপির বিজিবি টহল সড়ক ও নৌ পথে অভিযান চালায়।

অভিযানে উপজেলার রাজারগাঁও এলাকা হতে পাথর বোঝাই দুটি টাটা ট্রাক ও বালু বোঝাই তিনটি ষ্টলি বডি নৌকা মালিক বিহিন অবস্থায় বিজিবি জব্দ করে।

(এইচ/এসপি/মে ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test