E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে কোতোয়ালি থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

২০২১ মে ০২ ১৮:৩৮:১৪
ফরিদপুরে কোতোয়ালি থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : কোতোয়ালী থানায় নবাগত ওসি আব্দুল জলিলের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা ও ইফতার আজ সন্ধ্যায় ফরিদপুর কোতয়ালী থানায় অনুষ্ঠিত হয়।

এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ ফরিদপুর শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করে।

এক সংক্ষিপ্ত বক্তব্যে ওসি এমএ জলিল বলেন, তিনি ফরিদপুরে সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন। তিনি বলেন ফরিদপুরের পুলিশের কাছ থেকে মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা ভালোমতো পেতে পারে এজন্য তার আন্তরিকতার অভাব থাকবে না।

একই সাথে ফরিদপুরের পুলিশ প্রশাসন যেন জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ নিতে পারে ‌ সেজন্য তার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি জেলায় আইন-শৃংখলার সদিচ্ছা জন্য এবং উন্নতির জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কোতোয়ালি থানার ওসি তদন্ত এনায়েত হোসেন, ইন্টেলিজেন্ট শাখার কর্মকর্তা আবুল বাশার, সেকেন্ড অফিসার বেলাল হোসেনসহ কোতোয়ালি থানা পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/মে ০২, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test