E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

২০২১ মে ০২ ১৭:২৯:০৩
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ত্রাণ বিতরণ অনুষ্ঠান আজ সকালে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ এর সহযোগিতায় এতে প্রায় তিন হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল ৮ কেজি চাউল, ১ কেজি ডাউল ও ১ লিটার তেল।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে আজাদ, অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিতে এ সভায় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝরনা হাসান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলি মেথূ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, বণিক সমিতির সভাপতি মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল শেখ ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু নাঈম।

সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ সারাদেশে ৩৫ লক্ষ পরিবারের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করা হচ্ছে। একই সাথে যাতে এই করোনা মহামারীতে সাধারণ লোক খাবারের কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভুক্তভোগীরা ত্রাণ সামগ্রী পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাঃ পোষণ করেন।

(ডিসি/এসপি/মে ০২, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test