E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কানাইপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু

২০২১ মে ০২ ১৬:৪০:৫৩
কানাইপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় আজ রবিবার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা এ আয়োজনের উদ্বোধন করেন। প্রথম দিনে ইউনিয়নের ৫ শত দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

ইতিপূর্বে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উদ্ভাবিত ‘মানবিক সহায়তা কার্ডের’ মাধ্যমে বিগত বছরের ন্যায় এ বছরও এ সহায়তা প্রদান করা হচ্ছে। ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বেলা ১১ টায় এ মানবিক সহায়তা প্রদান শুরু হয়। করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে সকলের মাঝে উপহার প্রদান করা হয়।

মোঃ মাসুম রেজা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এ দেশের কোন মানুষ কষ্টে থাকবে না, তারই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দরিদ্র মুক্ত দেশ গড়ার যে অঙ্গিকার দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করতে ফরিদপুর উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, কোভিড ১৯ মহামারীতে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে কানাইপুর ইউনিয়নের ৫০০ পরিবারসহ প্রতিটি ইউনিয়নে ৫শত পরিবারের মাঝে নগদ মানবিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, মহামারী কোভিড ১৯ শুরু লগ্ন থেকেই দেশের জনগণের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতায় কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নগদ আর্থিক মানবিক সহযোগিতা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কানাইপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, করোনার প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎতেও এই কাজ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সেক্রেটারি এবং ইউপি সদস্যবৃন্দ।

(এস/এসপি/মে ০২, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test