E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে একে আজাদের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২১ মে ০১ ২২:৪৯:৫৪
ফরিদপুরে একে আজাদের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক এ কে আজাদের বাসভবনে। শনিবার বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শহরের ঝিলটুলির বাসভবনে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবলচন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলি মেথু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডঃ এম এ জলিল, বণিক সমিতির সভাপতি মোঃ মাসুদ হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আক্কাস হোসেন।

ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু, নজরুল ইসলাম মৃধা, মতিউর রহমান শামীম, ইকবাল হোসেন ফয়সাল, মাহমুদুল হক রেজা, আব্দুল জলিল শেখ, আব্দুস সাত্তার প্রমূখ। অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণে এবং মহামারী করোনা থেকে বাঁচার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

(ওএস/এসপি/মে ০১, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test