E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাড়িতে বেড়াতে আসা নারীকে গণধর্ষণ, আটক ৮

২০২১ এপ্রিল ২৯ ১৭:০৩:২০
বাড়িতে বেড়াতে আসা নারীকে গণধর্ষণ, আটক ৮

কাজী ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : আত্মীয়তার সুবাদে বেড়াতে আসা এক নারীকে বাড়ির মালিক ও তার দুই সহযোগী ধর্ষকের নিকট থেকে ছিনিয়ে গণধর্ষণের দায়ে বোয়ালমারী থানায় ৮ জনকে আটক করা হয়েছে। 

বোয়ালমারী থানা সূত্রে জানা যায়, নড়াইল জেলা সদর থেকে ২৬ বছর বয়সী এক নারী পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে আত্মীয় জনৈক মিন্টু মোল্যার বাড়িতে বেড়াতে আসে। মিন্টু মোল্যা ওই নারীকে নিয়ে বেড়াতে বেরোনোর নাম করে পার্শ্ববর্তী জয়দেবপুর গ্রামের একটি মেহগনি বাগানে আরো দুই সহযোগী সহ ধর্ষণ করে। ঘটনা টের পেয়ে সেখান থেকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের কয়েক যুবক মিন্টুকে মারধর করে ওই নারীকে ছিনিয়ে নিয়ে উপর্যুপরি গণধর্ষণ করে। এঘটনার পর মিন্টু আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানাকে জানায়। বোয়ালমারী থানার পুলিশ সারারাত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করেছে।

আটককৃত আসামীরা হলো আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের মিন্টু মোল্যা (৩৫) ও জয়দেবপুরের হাসমত ফকির (৩২), বোয়ালমারী উপজেলার চর শুকদেব নগরের রিপুল মোল্যা (৩৯), বনচাকী গ্রামের জয়নাল আবেদীন (২৯), মফিজুল মোল্যা (২১), রাজু (২০), রামদেব নগরের শাহীন শেখ (২১) ও সাইফুল ইসলাম (৩৫)।

বোয়ালমারী থানা ইনচার্জ মো.নুরুল আলম জানান, তিনি সঙ্গীয় ফোর্স সহ সারারাত অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন। ভিকটিম নারী নিজেই বাদী হয়ে মামলা করবেন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্যে পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।

(কেএফ/এসপি/এপ্রিল ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test