E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাড়িতে হামলার পর আতঙ্কে আওয়ামী লীগ নেতা

২০২১ এপ্রিল ১২ ১৫:৪১:৩৮
বাড়িতে হামলার পর আতঙ্কে আওয়ামী লীগ নেতা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: দেলোয়ার কাজী বসতবাড়িতে হামলা-ভাঙচুর করে প্রতিপক্ষ। গত ৬ এপ্রিল রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দেলোয়ার কাজীর সমর্থক সাবেক ইউপি সদস্য বাচ্চু শেখের বাড়িসহ আরো কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনার পর থেকে ওই আওয়ামী লীগ নেতা আতঙ্কে রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

আওয়ামী লীগ নেতা দেলোয়ার কাজী অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের হেলাল কাজী ও বিএনপি নেতা আওয়াল মুন্সীর সমর্থকরা আমার বাড়িতে ও আমার সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর থেকে আমাকে ও আমার সমর্থকদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। তারা ফের আমাদের বসতবাড়িতে হামলার পরিকল্পনা করছে।

তবে এসব অভিযোগ অস্বাকীর করে হেলাল কাজী ও আউয়াল মুন্সী বলেন, ঘটনার দিন আমরা বাড়িতে ছিলাম না। দেলোয়ার কাজীর দলের কিছু লোকজন তার উপর অসন্তোষ্ট হয়ে দল থেকে বেরিয়ে যায়। তারাই পরে এ হামলা করে। এ ঘটনার সাথে আমরা জড়িত নই এবং কাউকে হুমকিও দিচ্ছি না।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে তৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

(এন/এসপি/এপ্রিল ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test