E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বঙ্গবন্ধু ফুটবল লিগকে কেন্দ্র করে শুরু হয়েছে দলবদল

২০২১ এপ্রিল ১১ ১৪:৪৭:৪১
ফরিদপুরে বঙ্গবন্ধু ফুটবল লিগকে কেন্দ্র করে শুরু হয়েছে দলবদল

ফরিদপুর প্রতিনিধি : জেলা ফরিদপুর অ্যাসোসিয়েশন ডিএফ এর আয়োজনে এবছর অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফরিদপুর জেলা ফুটবল লিগকে কেন্দ্র করে শুরু হয়েছে দলবদল। একই সাথে তা অব্যাহত  থাকবে এ মাসের ২০ তারিখ পর্যন্ত। 

জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ এবছর শুধুমাত্র প্রথম বিভাগ অনুষ্ঠিত হবে। এতে ৮ টি দল অংশগ্রহণ করছে দশগুলো হচ্ছে আবাহনী ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সফিউদ্দিন স্মৃতি সংঘ, সবুজ সেনা ক্লাব, লক্ষ্মীপুর যুব সংঘ, ফরিদপুর মুসলিম মিশন ও শেখ জামাল স্পোর্টিং ক্লাব। এদিকে দলবদলকে কেন্দ্র করে জামাল স্টেডিয়াম এখন খেলোয়ারদের পদচারণায় মুখরিত।

এ ব্যাপারে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা জানান, প্রতিটি দল এই বছর মোট ২১ জন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবেন। এর মধ্যে এছাড়া তিনজন বহিরাগত খেলার অংশগ্রহণ করবেন । এ সংবাদ লেখা পর্যন্ত মোট ৫৩ জন খেলোয়াড় দলবদলে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এরমধ্যে বেশিরভাগ দল ই সেরা খেলোয়াড় কে নিয়ে তাদের ঘর গুছিয়ে ফেলেছেন।

এরমধ্যে টোকেন কমিটিতে আছেন ডিএফএ'র সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা, অমরেশ সাহা, প্রণব মুখার্জি, আজাদ হোসেন, জাবেদ পারবেদ শাহীন প্রমুখ।

আগামী ৪ জুন প্রথম বিভাগ ফুটবল লিগ আরম্ভ করার কথা থাকলেও করো না পরিস্থিতির উপরে তা অনেকটা নির্ভর করছে।

একজন খেলোয়ারের দলবদল উপলক্ষে রেজিস্ট্রেশন ফর্ম গ্রহণের দৃশ্য। উল্লেখ করা যেতে পারে ফুটবল লীগে সব কয়টি ম্যাচ হবে শেখ জামাল স্টেডিয়াম এ ।

(ডিসি/এসপি/এপ্রিল ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test