E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতিবন্ধী ভিক্ষুকের কর্মসংস্থানের ব্যবস্থা করল ‘ওয়াব’

২০২১ মার্চ ১৯ ১৫:৫৭:৪৬
প্রতিবন্ধী ভিক্ষুকের কর্মসংস্থানের ব্যবস্থা করল ‘ওয়াব’

দিলীপ চন্দ, ফরিদপুর : প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুর রহমানকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে ওয়াব। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুর রহমানের হাতে হুইল চেয়ার ছাড়াও ব্যবসায়িক সামগ্রী হিসাবে গ্যাস সিলিন্ডার চুলা হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করে তারা।

এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান পিপিএম। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান ওয়াব এবারে কার্যক্রম এর আগে করেছেন। ওয়াবের কার্যক্রমকে সফলতার সাথে সম্পন্ন হবে বলে জানান। একই সাথে উক্ত ব্যক্তি বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন মেটাতে পারবে বলে আশা প্রদান করেন।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওয়াভের এডমিন ও কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর কবিরুল হক সাগর বলেন। আমরা নিয়মিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সহ কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি। এর ফলে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কে সামনে এগিয়ে নেওয়ার তো চেষ্টা করছি মাত্র।

এসময় উপস্থিত ছিলেন মানবতা ফরিদপুর গ্রুপের সভাপতি ও ওয়াবের সদস্য মোঃ মেহেদী হাসান জুয়েল। এদিকে ওয়াভের উপহার পেয়ে প্রতিবন্ধী আব্দুর রহমান নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন। একই সাথে তিনি তাদের কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন।

(ডিসি/এসপি/মার্চ ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test