E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বন্যায় পানিবন্দী ও নদী ভাঙ্গন কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ

২০১৪ আগস্ট ২৫ ১৮:৫৩:০৮
ফরিদপুরে বন্যায় পানিবন্দী ও নদী ভাঙ্গন কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি : বন্যার পানি বৃদ্ধির ফলে পানিবন্দী ও প্রমত্তা পদ্মা নদীর ভাঙ্গন কবলিত পরিবারের মধ্যে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবারও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। বন্যা ও নদী ভাঙ্গন পরিস্থিতির উপর নির্ভর করে অব্যাহত থাকবে ত্রাণ বিতরণ কার্যক্রম।

সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ৩টি ইউনিয়নে ত্রান বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলার গাজীরট্যাক ইউনিয়ন থেকে বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদপুর সদর ও চরভদ্রাসন মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় তার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান, সুমন চন্দ্র দাস ও মো. পারভেজ মল্লিক উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এর পর একই উপজেলার চরঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নেও ত্রাণ বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন ৩টিতে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। পানিবন্দি মোট ২৫০ জনকে এ ত্রাণ বিতরণ করা হয়।


এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে ১৫০ টি পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। একই সাথে আজকে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদীভাঙ্গন কবলিত ২০০টি পরিবারের মধ্যেও ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে।


(আরআইআর/এএস/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test