E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেরে বাংলা স্মৃতি পদক পেলেন ফরিদপুরের ইউপি চেয়ারম্যান

২০২১ ফেব্রুয়ারি ০৪ ১৭:১৫:৩৫
শেরে বাংলা স্মৃতি পদক পেলেন ফরিদপুরের ইউপি চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি : সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা স্মৃতি পদক পেলেন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির। 

অগ্রগামী মিডিয়া ভিশন ও শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ এই পদক প্রদান করেছেন। ৩১ জানুয়ারি কোচিকাচা মিলনায়তন ঢাকার সেগুন বাগিচায় এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ উপস্থিত থেকে এই পদক প্রদান করেন। এছাড়া ফরিদপুর চরাঞ্চলে দরিদ্র মানুষের উন্নয়নে ভাল কাজের জন্য তিনি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ ও বিজয় ৭১ ফাউন্ডেশন সম্মাননা ২০২১, অমর শহীদ দিবস ২০২০সহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন।

এছাড়া করোনা প্রতিরোধে ইউনিয়নের জন সাধারণকে সচেতন পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সম্মাননা পেয়েছেন। এই পুরস্কার অর্জনের জন্য স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির ১ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম ও আওয়ামীলীগ পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা মরহুম হাবিবুর রহমান ফকির এই অঞ্চলের মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবার জন্য মানুষের হৃদয়ে ভালবাসা ও শ্রদ্ধার ব্যক্তিত্ব হয়ে আছেন।

২০১৮ সালের ২৯ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিন্টু ফকির দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেলেও তখনকার রাজনৈতিক অঙ্গনে ভর করা অপশক্তি তা ছিনিয়ে নিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সংসারে স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, পাঁচ ভাই ও তিন বোন রয়েছে। আমৃত্যু তিনি মানুষের সেবায় মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test