E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রদীপ্ত শপথে ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী’

২০২১ ফেব্রুয়ারি ০৩ ১৬:২৯:৪৪
‘প্রদীপ্ত শপথে ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী’

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, প্রদীপ্ত শপথে ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী। তিনি উদাহরণ দিয়ে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ নিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। তারই শপথে, তারই নেতৃত্বে আমরা দেশমাতৃকাকে মুক্ত করতে ঝাপিয়ে পড়ি। ফলশ্রুতিতে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় ঘটে।

জেলা প্রশাসক সোমবার(১ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলার সালথা উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব অতুল সরকার আরো বলেন, প্রশিক্ষনের মাধ্যমে প্রত্যেককে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যমে সেরা হয়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা তার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজে মন দিতে হবে। তাহলেই উন্নত দেশ গড়া সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নইম, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অফ এজেন্ট ব্যাংকিং এস ভি পি মোঃ আহসান উল আলম, এফ ভি পি জাকির হোসেন ভূইয়া, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফা আহসান কামাল। সালথা উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে। এতে উপজেলার ৫'শ বেকার যুবক-যুবতী প্রশিক্ষনের সুযোগ পাচ্ছে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test