E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উন্নত বাংলাদেশ বিনির্মাণে যুবকরাই হবে মূল কারিগর : লাবু চৌধুরী

২০২১ ফেব্রুয়ারি ০২ ১৬:১৩:৩৭
উন্নত বাংলাদেশ বিনির্মাণে যুবকরাই হবে মূল কারিগর : লাবু চৌধুরী

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি : জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র চিন্তা কিভাবে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানে আনা যায়। আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যত। প্রশিক্ষনের মাধ্যমে প্রত্যেককে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান দক্ষ জনশক্তি গড়ে তুলতে। আমরা তার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। যুবকদের কর্মদক্ষতাই দেশকে পাল্টে দিতে পারে। উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুবকরাই হবে মূল কারিগর। 

ফ‌রিদপু‌রের সালথায় মা‌ল্টিপারপাস হলরুমে উপ‌জেলা যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌র কর্তৃক ন‌্যাশনাল সা‌র্ভিস কর্মসূ‌চির (৮ম পর্ব) আওতায় ৫০০ জন বেকার যুবক ও যুব‌তীদের ‌তিন মাস মেয়াদী প্রশিক্ষন কোর্সের ২য় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হা‌সিব সরকারের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি গবেষক ও রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

আরোও বক্তব্য রাখেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ.ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌র ফ‌রিদপু‌রের উপ-পরিচালক খান মো. নাইম, ব‌্যাংক এশিয়ার ‌হেড অব এ‌জেন্ট ব‌্যাং‌কিং এস‌.ভি‌.পি মো. আহসান উল আলম, ব‌্যাংক এ‌শিয়ার হেড অব আ‌র্থিক অন্তর্ভূক্তি‌ বিভাগ এফ.ভি‌.পি মো. জা‌কির হো‌সেন ভূইয়া, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা থানা ও‌সি তদন্ত সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ব‌্যাংক এ‌শিয়ার হেড অব ‌পে‌মেন্ট চ‌্যা‌নেল চন্দন নাগ প্রমূখ।

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা যুব উন্নয়ন অ‌ফিসার মোস্তফা আহসান কামাল।

(এন/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২১)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test