E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৭ বছর পর চালু হলো রাজবাড়ী-ফরিদপুর ট্রেন চলাচল

২০১৪ আগস্ট ২০ ১৫:১৭:০০
১৭ বছর পর চালু হলো রাজবাড়ী-ফরিদপুর ট্রেন চলাচল

রাজবাড়ী প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর বুধবার থেকে রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল পুনরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আয়োজনে রাজবাড়ী রেল স্টেশনে শুভ সন্ধিক্ষণ নামে একটি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এতে প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি মহম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জাসদ সভাপতি আহমেদ নিজাম মন্টু প্রমুখ। সমাবেশে বক্তারা রাজবাড়ী-ভাটিয়াপাড়া ও রাজবাড়ী-ফরিদপুর রেলপথে একটি লোকাল ট্রেন দেয়া ও শিলিগুড়ি ট্রেনটি পুনরায় চালুর দাবি জানান।


অনুষ্ঠান শেষে দুপুর ১টায় ফরিদপুর এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় বিপুল সংখ্যক মানুষ হর্ষধ্বনির মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

(এসএসসি/এএসপি/আগস্ট ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test