E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পৌর নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন 

২০২০ নভেম্বর ২১ ১৭:৩২:২৯
পৌর নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন 

মো.আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনের দাবিতে নাগরিক অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে শহরের চৌমুহনা চত্ত্রে ‘শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পৌর শহরের বর্ধিত এলাকার জনগণসহ পৌরসভার সহস্রাধিক নাগরিকরা যোগ দেন।

মানববন্ধন কর্মসূচিতে ব্যাপক নাগরিক অংশগ্রহণের কারনে ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কদিয়ে চলাচলকারী সাধারণ যাত্রীদেও বেশ ভোগান্তির শিকার হতে হয়।
কর্মসূচিতে ‘শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ এর আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আছকির মিয়ার সভাপতিত্বে ও তফাজ্জল হোসেন ফয়েজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইউসুফ আলী, আবু সহিদ আব্দুল্লাহ, ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরফরাজ আলী বাবুল, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবীর, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া প্রমুখ।

সূত্রে জানা যায়, দেশের অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গল পৌরসভা ১৯৩৫ সালে ২ দশমিক ৫৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ পৌরসভাটি বিএনপি নেতৃত্তাধিন বিগত চারদলীয় জোট সরকারের শাষনামলে ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। ১৯৮১ সালে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের গ্যাজেট প্রকাশিত হলেও দীর্ঘ ৩৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি।

(একে/এসপি/নভেম্বর ২১, ২০২০)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test