E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রৌমারী ও রাজীবপুরে বন্যা পরিস্থিতির অবনতি

২০১৪ আগস্ট ১৮ ১৫:১৪:১৮
রৌমারী ও রাজীবপুরে বন্যা পরিস্থিতির অবনতি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রবল বর্ষণ ও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে নদের তীরবর্তি ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে দু’উপজেলার পাঁচশতাধিক বাড়িঘর ডুবে গেছে। বন্যার পানির চাপে রৌমারী উপজেলার গাছবাড়ি বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। কুড়িগ্রাম পাউবো সূত্রে জানা গেছে, নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামি ২৪ ঘন্টায়।
সোমবার রৌমারীর বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মোবাইল ফোনে জানিয়েছেন তার এলাকার আড়াইশ’ পরিবারের ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। একই ভাবে দাতভাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গনি, কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তাদের এলাকার অসংখ্য ঘরবাড়ি এখন পানির নিচে। এছাড়াও দু’উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৬০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রতি মুহুর্তেই নতুন নতুন এলাকা ডুবে যাচ্ছে। এখন পর্যন্ত কোন সরকারী বেসরকারী সহযোগিতা পাওয়া যায়নি।
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও রাজীবপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা জানিয়েছেন, এতে সোমবার পর্যন্ত দু’উপজেলায় ৫শ’র অধিক বাড়িঘর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
(আরআইএস/এএস/আগস্ট ১৮, ২০১৪)








পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test