E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে মেয়রপ্রার্থী টোটন এর সাথে জেলা গনমাধ্যম কর্মীদের মতবিনিময় 

২০২০ অক্টোবর ১৩ ১৪:৫২:৩০
চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে মেয়রপ্রার্থী টোটন এর সাথে জেলা গনমাধ্যম কর্মীদের মতবিনিময় 

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা : আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারনার কাজ । কে হবে আগামী চুয়াডাঙ্গা পৌর সভার অভিভাবক এ নিয়ে টান টান উত্তেজনা চলছে প্রার্থীদের মাঝে।

মঙ্গলবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের আয়োজনে মেয়রপ্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পক্ষে জেলার গনমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জেড আলম, বর্তমান সভাপতি এ্যাড.মানিক আকবর,সাধারন সম্পাক আরিফুল ইসলাম ডালিম, সাংবাদিক রিচার্ড রহমান, সাংবাদিক নাসির উদ্দীন মাষ্টার সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন পৌর আওয়ামীগের সভাপতি আলাউদ্দীন হেলা।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মেয়রপ্রার্থী রিয়াজুল ইসলাম টোটন জোয়ার্দ্দার বলেন বিগত দিনে আমি নির্বাচিত হয়ে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন করেছি। দলমত নির্বিশেষে সকলের পাশে দাড়িয়েছি। এছাড়াও চুয়াডাঙ্গা পৌর এলাকার উন্নয়নে নিবেদিত ভাবে নিজেকে আত্মনিয়োগ করেছি। চুয়াডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেনীর একটি পৌরসভা তাই এ চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগন যেন তাদের যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে বলে আশা করি। চুয়াডাঙ্গা পৌরসভার নাগরিকরা আজ বুঝতে শিখেছে যে কমিটমেন্ট দিয়ে বিগত দিনে মেয়র নির্বাচিত হয়েছেন সে কমিটমেন্ট পুরন না হলে জনগন আর অযোগ্য লোককে নির্বাচিত করবে না।

মতবিনিময় সভার সার্বিকভাবে সঞ্চলানার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলাা পরিষদের সদস্য শরিফুল ইসলাম শাহান।

(টিটি/এসপি/অক্টোবর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test