E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টানা দু’দিনের গুড়ি-গুড়ি বর্ষণে জন জীবন স্থবির

২০১৪ আগস্ট ১৬ ১৭:০২:৩৫
টানা দু’দিনের গুড়ি-গুড়ি বর্ষণে জন জীবন স্থবির

মাগুরা প্রতিনিধি : দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের জেলা গুলোর ওপর দিয়ে  বয়ে যাওয়া নিম্নচাপে গত দু’দিন ধরে অবিরাম গুড়ি-গুড়ি বর্ষণের ফলে জন জীবন স্থবির হয়ে পড়েছে। আসন্ন উপজেলা নির্বানের প্রার্থীদের প্রচার-প্রচারনায় টাঙ্গানো পোষ্টার বৃষ্টির পানিতে ভিজে ও হালকা বাতাসে ছিঁড়ে ছিন্ন- বিছিন্ন হয়ে যাওয়ায় এসকল জেলার প্রার্থীদের কোটি-কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

সেই সাথে নির্বাচনী প্রচার- প্রচারনায় বিঘ্ন ঘটছে।
হালকা শীতের সাথে দু’দিন ধরে অবিরাম গুড়ি-গুড়ি বর্ষনের ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের জেলা গুলোর খেটে খাওয়া মানুষদের নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘর থেকে অনেকেই বের হতে পারছিলো না। তার মধ্যে আগামি ১৯ ও ২৭ ফেব্রুয়ারি দু’দফায় উপজেলা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনী প্রচারে উঠে পড়ে লেগেছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকগন। পোষ্টারে- পোষ্টারে ছেয়েছিলো নির্বাচনী এলাকা। কিন্তু, নিম্নচাপের ফলে প্রার্থীদের পোষ্টার ছিঁড়ে ছিন্ন-বিছিন্ন হয়ে যাওয়ায় নতুন করে পোর্ষ্টার টাঙ্গাতে হচ্ছে। ফলে অনেক প্রার্থীদের আবার নতুন করেও পোর্ষ্টার ছাপাতে হচ্ছে। শালিখা উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মীর আকবর আলী বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জন্য যে পোর্ষ্টার ছেপে ছিলাম তা বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার ছাপাতে হবে। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস হোসেন জানান- এক জন প্রার্থীর কম পক্ষে দুই থেকে আড়াই লক্ষ্য টাকার ক্ষতি সাধিত হবে। মাগুরা জেলার ৪ উপজেলায় মোট প্রার্থীর সংখ্যা হলো ৫৩জন। এর মধ্যে শালিখা উপজেলায় ১১ জন, মাগুরা সদরে ১৩জন, মহম্মদ পুর উপজেলায় ১৪ জন ও শ্রীপুর উপজেলা ১৫জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছেন। যার প্রতি প্রার্থীর নির্বাচনী পোর্ষ্টার বাবদ ব্যয় হবে প্রায় দুই লাখ টাকা। জেলার প্রার্থীদের সংঘঠিত নিম্নচাপে ক্ষতি হবে প্রায় এক কোটি টাকা। এ ভাবে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১০ জেলার নির্বাচনী প্রার্থীদের কোটি-কোটি টাকার ক্ষতি সাধিত হচ্ছে।
(ডিসি/এএস/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test