E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদের আইনের আওতায় আনা হবে : নৌ প্রতিমন্ত্রী

২০২০ জুলাই ৩০ ১৮:৪৮:৪১
সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদের আইনের আওতায় আনা হবে : নৌ প্রতিমন্ত্রী

রংপুর প্রতিনিধি : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সরকারী কর্মকর্তা ও নেতা- নেত্রীদের ছবি ব্যবহার করে যারা অপকর্ম করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জিলা স্কুল মিলনায়তনে তিনি রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রদানমন্ত্রী বরাবরই গণমাধ্যমকর্মীদের খোঁজ খবর রাখেন এবং সাংবাদিকদের পেশার মান উন্নয়নের জন্যও কাজ করে যাচ্ছেন। তিনি সব সময়ই দেশবাসীসহ তাদের দু:সময়ে পাশে থাকেন। আজকের এই চেক বিতরণ তারই একটি উদাহরণ।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে. এম তারিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ইমেজ নষ্ট করতেই স্বাস্থ্য খাতের দূর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। হাওয়া ভবন থেকে স্বাস্থ্য খাতে দূর্নীতি শুরু হয়। স্বাস্থ্যখাতসহ সব সেক্টরের দুর্নীতিবাজদেরই আইনের আওতায় আনা হবে এবং আওয়ামী লীগ সরকার সে কাজটিই করে যাচ্ছে। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে ৬ জেলার ২০১ সাংবাদিকদের হাতে এই সহায়তার চেক তুলে দেয়া হয়।

(এমএস/এসপি/জুলাই ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test