E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লঞ্চ দুর্ঘটনা রোধে পনের দফা নির্দেশনা জারি

২০১৪ আগস্ট ১৩ ১৮:১৮:২৬
লঞ্চ দুর্ঘটনা রোধে পনের দফা নির্দেশনা জারি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : নৌ দুর্ঘটনা রোধে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারি সকল লঞ্চ মালিক ও চালকদের প্রতি ১৫ দফা লিখিত নির্দেশনা জারি করেছে রাজবাড়ীর জেলা প্রশাসন। বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে প্রতিটি লঞ্চের জন্য আলাদা আলাদা সার্ভে সনদ ও রেজিস্ট্রেশন সনদ থাকবে। সার্ভে সনদ উন্মুক্ত স্থানে ঝুলানো থাকবে যাতে সহজেই যাত্রীসাধারণের দৃষ্টিগোচরে আসে। লঞ্চমাস্টার ও ইঞ্জিন চালকদের ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। দুর্ঘটনা রোধে প্রতিটি লঞ্চে অগ্নি নির্বাপক যন্ত্র, বয়া, লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় উপকরণ থাকতে হবে। লঞ্চের রুট পারমিট থাকতে হবে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। লঞ্চের মাস্টার, সুকানি ও স্টাফদের নির্দিষ্ট পোষাক থাকতে হবে। প্রত্যেকটি লঞ্চে টেলিযোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস সত্যতা নিশ্চিত করে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারি লঞ্চসহ যাত্রীবাহি নৌযান সমূহ নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল নিশ্চিতকরণ এবং যাত্রী সাধারণের নিরাপত্তা বিধানকল্পে বুধবার বিকেল ৫টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসন লিখিত ১৫ দফা নির্দেশনা জারি করেছে। রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার মো. রেজাউল হক, বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন লঞ্চের মালিকগণ সভায় উপস্থিত ছিলেন।

(জিএসপি/অ/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test