E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খাদ্য নিরাপত্তা ও সুচিকিৎসার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে রংপুরে স্মারকলিপি পেশ

২০২০ জুন ০৯ ২২:৫৬:৩৩
খাদ্য নিরাপত্তা ও সুচিকিৎসার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে রংপুরে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার, রংপুর : আসন্ন জাতীয় বাজেটে সবার জন্য খাদ্য নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দের দাবিতে মঙ্গলবার রংপুরের কৃষক সংগ্রাম পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। সংগ্রাম পরিষদের আহবায়ক পলাশ কান্তি নাগের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুওে এই স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর।

স্মারকলিপিতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে জেলা উপজেলায় আধুনিক ল্যাব, আইসিইউ ভেন্টিলেটর, সেন্ট্রাল অক্সিজেন সার্ভিসের আয়োজনসহ হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্যসেবা নিয়ে বাণিজ্য বন্ধ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও ডাক্তার-নার্স নিয়োগ, সরকারী উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যূনতম ৭০ লাখ মেট্রিক টন ধান ক্রয়, করোনাকালে শ্রমজীবি মানুষদের জন্য ন্যূনতম ৩ মাসের খাদ্য সরবরাহ, রেশনের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও মেস ভাড়া মওকুফ, শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান ও ছাঁটাই বন্ধ, জ্বালানি তেল ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

(এম/এসপি/জুন ০৯, ২০২০)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test