E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রংপুর লক ডাউন ঘোষণা

২০২০ এপ্রিল ১৫ ২৩:০৪:১৩
রংপুর লক ডাউন ঘোষণা

রংপুর প্রতিনিধি : বুধবার রাত ১০টা থেকে পুরো জেলায় অনির্দিষ্টকালের জন্য লক ডাউন ঘোষণা করেছেন স্থানীয় জেলা প্রশাসক আসিব আহসান। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক জরুরী সভায় এ আদেশ জারি করেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসক জানান, রংপুরের আশপাশের জেলাগুলোতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে লক ডাউন চলাকালে নিত্য প্রয়োজনীয় কাচাবাজার, ওষুদেও দোকান, বিদ্যুৎ. টেলিফোন, ইন্টারনেটের কার্যক্রম, সংবাদপত্র ও সাংবাদিকদের চলাচল আগের মতই স্বাভাবিক থাকবে।

তিনি জানান, বুধবার রাত ১০টার জেলার বাইরের কাউকে এ জেলায় এবং এ জেলার বাইরে কাউকে যেতে হেবে না। যদি কেউ আইন অমান্য করে তবে কাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এম/এসপি/এপ্রিল ১৫, ২০২০)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test