E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাদারীপুরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

২০১৪ আগস্ট ০৬ ১৮:৪৮:০৫
মাদারীপুরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় বুধবার দুপুরে এক গৃহবধুর রহস্যজন মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাবাড়ী এলাকার জসীম সরদারের স্ত্রী ও সদর উপজেলার পুর্বরাস্তি এলাকার মোস্তফা মোল্লার মেয়ে সুবর্না ওরফে ডায়নাকে (২০) তার শশুরবাড়ির লোকজন বুধবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে। এরকিছুক্ষণ পরই হাসপাতাল থেকে সুবর্ণার শশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মাদারীপুর সদর থানার এসআই সুলতান মাহমুদ জানান, ঐ গৃহবধুর গলায় দাগ ছিলো। মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তবে লাশের ময়না তদন্ত এবং পুলিশি তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

(এএসএ/এটিআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test