E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমেক নার্স ও ইন্টার্ণদের হাতাহাতি

২০১৯ নভেম্বর ২৬ ২৩:১০:৪১
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমেক নার্স ও ইন্টার্ণদের হাতাহাতি

মানিক সরকার মানিক, রংপুর : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রায় ৩ ঘন্টাব্যাপী সমঝোতা বৈঠক করেও সমস্যার সমাধান  হয়নি।  

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে হাসপাতালের ডেন্টাল ইউনিটে এক রোগিকে ইনজেকশন দেয়াকে কেন্দ্র করে সিনিয়র স্টাফ নার্স উর্মির সাথে কথা কাটাকাটি হয় ইন্টার্ন চিকিৎসক আরিফ হোসেন। পরে দু’জনেই দু’জনকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

এনিয়ে মঙ্গলবার সকালে স্টাফ নার্স এ্যাসিয়েশনের সদস্যরা প্রতিবাদ করতে গেলে আবারও শুরু হয় উভয়ের মধ্যে বাক-বিতন্ডা। পরে উভয়পক্ষ বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে রাখে। কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রম সকাল থেকে বন্ধ আছে। এতে করে চরম ভোগান্তির মুখে পড়েছে হাসপাতালের রোগি ও তাদের অভিভাবকরা।

পরে বিষয়টি নিস্পত্তির জন্য হাসপাতালের পরিচালক ডা, আমিনুর রহমান তার চেম্বারে উভয়পক্ষ, ওই ডেন্টাল বিভাগীয় প্রধান এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ অন্যান্যদের নিয়ে আলোচনায় বসে। সেখানে স্টাফ নার্সরা ঘটনার জন্য দু:খ প্রকাশ করলেও তা মানছে না ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি ওই নার্সদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ অবস্থায় বিপাকে পড়ে হাসপাতাল প্রশাসন। পরে স্টাফ নার্সরা কাজে যোগ দিলেও ইন্টার্ন চিকিৎসকরা অনিদৃষ্টকালের জন্য তাদের কর্মবিরতি অব্যাহত রাখে।

এ ব্যাপারে ইনটার্ন চিকিৎসকদের সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজি বলেন, তাদের সহকর্মীকে মারধর করার বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।

(এম/এসপি/নভেম্বর ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test