E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

২০১৯ সেপ্টেম্বর ১৭ ১৬:৫৬:৫৯
রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রংপুর প্রতিনিধি : রংপুর সদর-৩ আসনে আসন্ন উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি. এম. সাহাতাব উদ্দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

বিএনপি প্রার্থী রিটা রহমানকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহী সাদ এরশাদকে লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটির বিদ্রোহী এবং প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার (আসিফ শাহরিয়ার) মোটর গাড়ি, গণফ্রন্টের প্রার্থী কাজী শহিদুল্লা মাছ মার্কা, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, দেয়াল ঘড়ি, এনপিপির শফিউল আলম আম মার্কা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

প্রতিক পাওয়ার পরই গণসংযোগ শুরু করেছেন প্রার্থীরা। তারা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে রংপুরকে একটি আধুনিক সিটি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে রংপুরের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছন। নির্বাচনী প্রতিক পেয়ে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার সেখানে উপস্থিত সাংবাদিকদের,বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও জাতীয় পার্টির তৃণমূলের নেতা-কর্মীসহ রংপুরের মানুষ তার সাথে থাকবেন। কারণ জতীয় পার্টি যাকে প্রার্থী দিয়েছে তাকে একবার দেখাতো দুরের কথা তার নামও শোনেনি কোনদিন। কাজেই খোদ জাতীয় পার্টির লোকজনই দল এবং তার উপর ক্ষুব্দ।

অন্যদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারো শংকার কথা জানিয়ে বিএনপি প্রার্থী রিটা রহমান সাংবাদিকদের বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনেই সুষ্ট হবে না। আমরা জনগনের কাছে ভোটের সার্বিক চিত্র তুলে ধরতে এই নির্বাচনে দাড়িয়েছি।

রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিন প্রতিক বরাদ্দ শেষে সাংবাদিকদের জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল প্রস্ততি নেয়া হয়েছে। তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন, নির্বাচন কমিশন তা করবে। নির্বাচনবিধি প্রার্থীরা মানছেন কি না তার জন্য ম্যাজিষ্ট্রেট থাকবেন বলে জানান তিনি।

রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশনর আংশিক এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ (সদর) আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার। আসনটিতে এবার ইভিএমে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে বলেও জানান রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test