E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘একমাত্র ধর্মীয় অনুশাসনই পারে সমাজের বিশৃঙ্খলা রোধ করতে’

২০১৯ জুলাই ০৪ ২৩:০৬:৫২
‘একমাত্র ধর্মীয় অনুশাসনই পারে সমাজের বিশৃঙ্খলা রোধ করতে’

রংপুর প্রতিনিধি : হিন্দুসম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের অন্যান্য স্থানের মত রংপুরের সাড়ম্বড়ে পালিত হয়েছে। 

রংপুরের ইসকনের ক্রেন্দীয় তাজহাট রাধাগোপিনাথ মন্দিরের উদ্যেগে বিকালে স্থানীয় পালপাড়া আখড়া মন্দিরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হাজার হাজার হিন্দু ভক্তপ্রাণ নরনারীর উপস্থিতিতে এবং ইসকন সন্যাসী ও বাংলাদেশ ইসকনের সহ-সভাপতি ইসকন রংপুরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গধাধর গোস্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।

রথযাত্রার উদ্ধোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেকদাসস ভট্রাচার্য। উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় প্রসাদ বাবন, মহানগর কমিটির সভাপতি সুব্রত সরকার মুকুল প্রমূখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী বলেন, ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি অত্যন্ত প্রাচীণ এবং বিশ্বনন্দিত। আজ সারাবিশ্বে ইসকনের কল্যাণে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে তারা এই বাঙালি সংস্কৃতি সাদরে গ্রহণ করে নিজেদের জীবন স্বার্থক করেছে। তিনি বলেন, একমাত্র ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা, অরাজকতা, খুন ধর্ষণ, ইত্যাদি ব্যাধীসমূহ রোধ করা সম্ভব।

কড়া পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে ৯দিনব্যাপী মাঙ্গলিক এই অনুষ্ঠান বিশ্বশান্তি ও জগন্নাথের করুণা লাভার্থে প্রায় ৩০টি বৈদিক হোমাযজ্ঞ অনুষ্ঠিত হয়। বিকালে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে রথযাত্রাটি নগরীর পালপাড়া, নজরুল চত্বর, শাপলা চত্বর, পায়রা চত্বর, টাউন হল, ডিসির মোড়, কাচারি বাজার, সিটি করপোরেশন হয়ে ধর্মসভায় রথকে নৃত্য, গীত, প্রার্থনার মাধ্যমে রথের দড়ি টেনে মনুষ্য জীবন ধন্য করেন।

বৃহস্পতিবার থেকে ৯দিনব্যাপাী ধর্মসভায় প্রতিদিন নানা অনুষ্ঠান উদযাপিত হবে এবং ১২ জুন উল্টো রথের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

(এম/এসপি/জুলাই ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test