E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইএস অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করছে : আইজিপি 

২০১৯ জুলাই ০১ ১৯:০৩:২৩
আইএস অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করছে : আইজিপি 

স্টাফ রিপোর্টার, রংপুর : ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসলামিক স্ট্রেট (আইএস) বাংলাদেশ থেকে তাদের সদস্য তৈরি ও সংগ্রহ করছে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রযুক্তিগত নানা সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাশের জঙ্গীরা আইএসের মতাদর্শ বাস্তবায়নে অনেকে সিরিয়া গেলেও একজনও আর দেশে ফিরে আসেনি। এছাড়া নব্য জঙ্গীরা দিনে দিনে আইএস মতাদর্শের দিকে ঝুঁকে পড়ছে। তাই আমাদের বিভিন্ন টীমও এ বিষয়ে সজাগ রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অন লাইন কার্যক্রমকে ধ্বংস করে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হলি আর্টিজানের ঘটনার পর আইএস অনুসারী জঙ্গী বাংলাদেশ থেকে দমন হলেও আবারও ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে তারা বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করছে। দেশে জঙ্গীবাদীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সকল পদক্ষেপ নেয়া হয়েছে। এ সময় হলি আর্টিজানের মামলাটির স্বাক্ষ্য গ্রহণ দ্রুতই শেষ হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, মেট্রোপলিটন কমিশনার আব্দুল আলীম মাহমুদ, মেট্রো পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, মেট্রো পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দল্লাহ আল ফারুক এবং রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমূখ।

(এম/এসপি/জুলাই ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test