E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাদারীপুরের ২৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদ

২০১৪ জুলাই ২৮ ১০:৫৬:৩৮
মাদারীপুরের ২৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।

পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামের চরকালিকাপুর প্রাইমারী স্কুল মাঠে সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ সুরেশ্বরীর অনুসারীরা সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন শাহ সুরেশ্বরীর খাদেম মাওলানা আবূল হাসেম। নামাজের পর সবাই কোলাকুলি করেন।

সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ শাহ নুরে আকতার হোসাইন জানান, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর-কাতলা; কালকিনি উপজেলার সাহেবরামপুরের আন্ডারচর ও কয়ারিয়াসহ ২৫টি গ্রামের কিছু অংশের লোকজনসহ জেলার প্রায় ৩০ হাজার মানুষ শরীয়তপুর জেলার সুরেশ্বর পীরের মতাবলম্বী। তারা গত ১৫৯ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহার অনুষ্ঠান পালন করে আসছেন।

(ওএস/এইচআর/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test