E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাপবিস-১ কর্মকর্তার দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

২০১৪ জুলাই ২৪ ১৮:১৩:২১
পাপবিস-১ কর্মকর্তার দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি (পাপবিস) ১ এর দাশুড়িয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এ টি এম তরিকুল ইসলামের অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সমিতির লাইনম্যানরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সমিতির চাটমোহর হেড অফিস ও দাশুড়িয়া জোনাল অফিসের লাইনম্যানরা ৫ ঘন্টা কর্মবিরতি পালন করে। এছাড়া বেলা ১১টায় চাটমোহরে সমিতির প্রধান কার্যালয় চত্বরে মানবন্ধন কর্মসূচীও পালন করে তারা।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, গ্রেড-১ লাইনম্যান নবাব আলী, আবু হানিফ, হাবিবুর রহমান, আব্দুল লতিফ, শামসুল আলম, লাইন টেকনিশিয়ান জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা দূর্নীতিবাজ কর্মকর্তা সহকারী জেনারেল ম্যানেজার তরিকুল ইসলামের অপসারণ এবং দূর্নীতির প্রতিবাদ করায় ৩১ জন লাইনম্যানের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রত্যাহারের দাবি জানান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সমিতির দাশুড়িয়া জোনাল অফিসের আওতায় সম্প্রতি হাবি হাজী শিল্প কারখানার একটি ২৫০ কেভিএ ট্রান্সফরমার নষ্ট হয়। জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, নিপর) এটিএম তরিকুল ইসলাম গ্রাহকের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সমিতির কাউকে না জানিয়ে ওই নষ্ট ট্রান্সফরমারটি পিডিবির লোক দিয়ে ঈশ্বরদীর একটি ওয়ার্কশপ থেকে মেরামত করে গ্রাহকের কারখানায় পুন:স্থাপন করেন।

যা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম বহির্ভূত। পরবর্তীতে ওই ট্রান্সফরমারটির ফিউজ কেটে গেলে লাইনম্যানকে ফিউজটি লাগিয়ে দিতে বলেন এজিএম তরিকুল। লাইনম্যান ফিউজ লাগাতে গিয়ে জানতে পারেন এই ট্রান্সফরমারটি পূর্বের সেই নষ্ট ট্রান্সফরমার। ফলে লাইনম্যান ওই ট্রান্সফরমারের ফিউজ লাগাতে অসম্মতি জানালে রনি মিয়া নামের এক লাইনম্যানকে দাশুড়িয়া থেকে অষ্টমনিশা এরিয়া অফিসে বদলি করা হয়।

পরবর্তীতে বিষয়টি সুষ্ঠ তদন্ত ও ওই দূর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণের দাবিতে সমিতির ডিজিএম বরাবর স্মারকলিপি দেন লাইনম্যানরা। লাইনম্যানদের অভিযোগ, দূর্নীতির প্রতিবাদ করায় এবং দূর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ দাবি করার কারণে তদন্ত না করে উল্টো ৩১ জন লাইনম্যানকে কারণ দর্শানো নোটিশ জারি করেন সমিতির জেনারেল ম্যানেজার।

এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী আব্দুল মতীন বলেন, গত ১৯ জুলাই ওই কর্মকর্তার বিরুদ্ধে লাইনম্যানদের একটি অভিযোগপত্র আমরা পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এরই মধ্যে যে সকল লাইনম্যান চাকরীর বিধি ভঙ্গ করে কর্মসূচী পালনের নামে ইউনিয়ন গঠনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া হবে।

(এসএইচ/জেএ/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test