E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে ২৪হাজার টাকা জরিমানা

২০১৪ জুলাই ২৩ ১৫:৫৮:৪৬
মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে ২৪হাজার টাকা জরিমানা

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ফরমালিনযুক্ত আম বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, বেকারীর বিএসটিআইর লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়িকে পৃথক ঘটনায় ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মু. খায়রুজ্জামান এ জরিমানা করেন। এ সময় তার সাথে ছিলেন বিএসটিআই কর্মকর্তা এসএম হাসিবুল হাসান।

পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ে ফরমালিনযুক্ত আম বিক্রি করায় সেন্টু শেখকে ৫ হাজার, সাবু মিয়াকে ৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় লক্ষী নারায়ণ ভান্ডারকে ৭ হাজার ও বেকারীর বিএসটিআইর লাইসেন্স না থাকায় শ্রী কৃষ্ণ বেকারীর মালিক পণ্টু সাহাকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং আমে ফরমালিন থাকায় ৬০ কেজি আম ধ্বংস করা হয়েছে।

(এমএইচএম/জেএ/জুলাই ২৩, ২০১৪)



পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test