E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ২

২০১৪ জুলাই ২১ ২৩:০৯:৪৮
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনারস বেচা কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জয়নাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২জন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল ফকিরের বাড়ী কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামে। আহতরা হলেন নিহত জয়নাল ফকিরের ছেলে বদিয়ার ফকির ও আলী হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ জানান, উপজেলার ভাঙ্গারহাট বাজারে আনারস কেনাবেচা নিয়ে বদিয়ার ফকিরের সাথে আশেদ মোল্যার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে আশেদ মোল্যার ছেলে মনির হোসেন ১০-১২জন যুবককে সাথে নিয়ে বদিয়ারের উপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষার জন্য জয়নাল ফকির ও ভাই আলী হোসেন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। এতে জয়নাল ফকির ও তার দুই ছেলে মারাত্মক আহত হয়।

পরে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল ফকিরকে মৃত ঘোষনা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। আসামী ধরার জন্য চেষ্টা চলছে।

(এমএইচএম/অ/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test